Bangla Calendar

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজকের তারিখ

বাংলাদেশ সময় অনুযায়ী ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ এর

আজকে বৃহস্পতিবার, দুপুর ১:৫৫ মিনিট

হেমন্তকাল

আরবি আজকের তারিখ

আরবি তারিখ  ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইংরেজি আজকের তারিখ

আজকে ইংরেজি  ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলা  ক্যালেন্ডার এর প্রয়োজনীয়তা

বাংলা সনকে বলা হয় বাংলা সংবৎ বা বঙ্গাব্দ, এখানে একটি শূন্য বছর আছে, যা শুরু হয় ৫৯৩/৫৯৪ খ্রিস্টাব্দে। এটি যদি পহেলা বৈশাখের আগে হয় তবে গ্রেগরীয় বর্ষপঞ্জির খ্রিস্টাব্দ বা সাধারণ সালের বছরের তুলনায় ৫৯৪ বছর কম, অথবা পহেলা বৈশাখের পরে হলে ৫৯৩ বছর কম হবে।

সুত্র ঃ উইকিপিডিয়া

আমাদের সকলেরি কম বেশি বাংলা ক্যালেন্ডার বা তারিখ এর প্রয়োজন আছে । বিভিন্ন সময় এ শুভ অনুষ্ঠানে দিন দেখতে আমাদের বাংলা ক্যালেন্ডার এর প্রয়োজন আছে।

তাই সবার সুবিধা এর কথা চিন্তা করে বাংলা ক্যালেন্ডার আমাদের পেজ এ দেয়া হল। যদিও অনেক সাইট এবং অ্যান্ডড্রইড অ্যাপস বিদ্যমান । তার পরেও যেন শুধু বাংলা তারিখ এর জন্য অ্যাপস ইন্সটল না করতে হয়। বাংলা ক্যালেন্ডার আজকের তারিখ জানতে অবশ্যই আমাদের পেজ ভিজিট করার অনুরধ রইল।

October 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031