Get Advice

ধন্যবাদ পরামর্শ নেবার আগ্রহ প্রকাশ করবার জন্য।

আমরা এখানে কোন মেডিসিন সম্পর্কিত পরামর্শ দিব না।

  •  তবে কোথায় টেস্ট করলে ভালো হবে বা কোন ডাক্তার দেখাতে পারেন।
  • কোন ডাক্তার আপনার রোগ অনুযায়ী সব থেকে বেশি ভালো হবে ।
  • রিপোর্ট এর মান বুঝার নিয়ম।
  • কোথাও টেস্ট করলে সেই বিষয়ে রিপোর্ট দ্রুত ডেলিভারি পাওয়ার পদ্ধতি।
  • কোথায় কোন টেস্ট করলে ভালো রিপোর্ট পেতে পারেন।
  • টেস্ট সম্পর্কিত বিশেষ প্রিপারেশন।

এই সকল বিষয় নিয়ে পরামর্শ দেয়া হবে।

তবে আমরা এই পরামর্শ দেবার জন্য নাম মাত্র একটি মূল্য নিচ্ছি ।

যা এখন ধরা হয়েছে ৯৯ টাকা মাত্র।

কারণ কাজের মধ্য থেকে আমাদের সময় বের করে এবং বিভিন্ন জায়গায় থেকে গুরুত্বপূর্ণ তথ্য  সরবরাহ করতে আমাদের অনেক কষ্ট করতে হবে।

পরামর্শ নেবার পদ্ধতি নিম্নে দেয়া হল :

প্রথমে আপনাকে বিকাশ,রকেট,নগদ এর মাধ্যমে নির্ধারিত মূল্য মাত্র ৯৯ টাকা পরিশোধ করতে হবে।

উক্ত টাকা পরিশোধ করলে আপানি আমাদের সাপোর্ট টিম থেকে পরামর্শ নিতে পারবেন।

টাকা পাঠানোর নিয়ম:

প্রথমে আপনার পছন্দের পেমেন্ট নম্বর টি বেছে নিন।

  1. Bkash : +8801753226922
  2. Nagad : +8801753226922
  3. Rocket : +88017532269225

আমরা এখানে বিকাশ থেকে টাকা পরিশোধের  নিয়মটি দেখাচ্ছি। অন্যান্য মাধ্যম এ পাঠালে একই পদ্ধতি অবলম্বন করতে হবে।

  • টাকা পাঠানোর সময় নিম্নে ছবির মত সেন্ড মানি তে ক্লিক
    করুন। টাকার পরিমাণ দিন।
টাকার পরিমাণ দিন
টাকার পরিমাণ দিন

 

  •  এরপর ছবির মত রেফারেন্স এ আপনার নাম ও ঠিকানা দিন।
রেফারেন্স এর জায়গায় আপনার নাম এবং ঠিকানা দিন।
  •  তার পরে ছবির মত সেন্ড বাটন এ ক্লিক করে সেন্ড মানি করুন এবং একটি স্ক্রীনশট নিন।
সেন্ড মানি করুন এবং প্রমাণ হিসাবে স্ক্রীনশট নিন।
  • এখন টাকা পাঠানোর স্ক্রীনশট টি নিম্নে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বর এ পাঠিয়ে দিয়ে অপেক্ষা করুন।

হোয়াটসঅ্যাপ নাম্বারঃ +8801753226922

এখন যেই স্ক্রীনশট টি নিলেন সেটি সহ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এ মেসেজ পাঠান।
  •  আর মেসেজ এ লিখুনঃ

” আমি টাকা ও টাকার স্ক্রিনশট পাঠিয়েছি।আমি আপনার কাছে পরামর্শ নিতে চাই।

  •  আমরা অতিদ্রুত আপনার সাথে যোগাযোগ করবো ।
  • আমরা পরামর্শ এখন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেই দিব।
  • টাকা পাঠানোর পরে উত্তর দিতে দেরি হলে একটু অপেক্ষা করবেন ,ধন্যবাদ।

কোন কিছু না বুঝলে আমাদের পেজ oviggobd তে মেসেজ করুন।

 

আমরা ওভার ফোন এ কোন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরামর্শ দিব না তবে ভবিষ্যতে আমরা সেটির ব্যাবস্থা নিব।

আমরা এখন মেডিক্যাল টেকনোলজিস্ট দ্বারা কিছু পরীক্ষা মূলক পরামর্শের পদ্ধতি চালু করতে যাচ্ছি।

যদি সেটি মানুষের উপকার এ আসে এবং সবাই আগ্রহী হয় ,তাহলে আমরা এই বিষয়টিকে আরও সামনের দিকে কিভাবে ভালো ভাবে মানুষের উপকার করা যায় সেই বিষয় টি নিয়ে গুরুত্ব দিব।

আমরা আমাদের সাধ্যমত আপনাদের জন্য প্রয়োজনীয় তথ্য ফ্রী সরবরাহ করে আসছি। তার পরেও যদি কোন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানতেই হয় তার জন্য এই ব্যবস্থা।