আজকে আমরা আলোচনা করবো Lipase test নিয়ে।
Lipase টেস্ট কেন করা হয়। এই টেস্ট করতে কত খরচ হয়। টেস্ট এর প্রস্তুতি কি কি? টেস্ট এর সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রথমে আমরা আলোচনা করবো এই টেস্ট কি??
Lipase test কি?
Lipase test রক্তে laipse এর মাত্রা পরিমাপ করে। লাইপেস হল অগ্ন্যাশয় দ্বারা উৎপাদিত একটি এনজাইম যা চর্বি হজম করতে সাহায্য করে। রক্তে Lipase এর উচ্চ মাত্রা অগ্ন্যাশয় বা অন্যান্য অগ্ন্যাশয়ের ব্যাধি নির্দেশ করতে সাহায্য করে। যদি কেউ পেটে ব্যথা, বমি বমি ভাব অনুভব করে, যা অগ্ন্যাশয়ের সমস্যাগুলির নির্দেশক হতে পারে তখন এই পরীক্ষাটি সাধারণত করা হয়ে থাকে।
আলোচ্য বিষয়বলি
Lipase test কেন করা হয়?
ডাক্তার বিভিন্ন কারণে লাইপেজ টেস্ট দিতে পারেন:
1. অগ্ন্যাশয়ের ব্যাধির লক্ষণ: যদি কোনও রোগীর পেটে তীব্র ব্যথা, বমি বমি ভাব, বমি বা জন্ডিসের মতো লক্ষণ দেখা দেয়, (যা প্যানক্রিয়াটাইটিস বা অগ্ন্যাশয়ের ক্যান্সারের মতো অগ্ন্যাশয়ের সমস্যাগুলি নির্দেশ করে থাকে) তখন লাইপসে পরীক্ষার পরামর্শ দেওয়া যেতে পারে।
2. অগ্ন্যাশয়ের ফাংশন পর্যবেক্ষণ: অগ্ন্যাশয়ের অবস্থা বা দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিস, সিস্টিক ফাইব্রোসিস বা অগ্ন্যাশয়ের ক্যান্সারের মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য, নিয়মিত লাইপেজ পরীক্ষা অগ্ন্যাশয়ের কার্যকারিতা এবং রোগের অগ্রগতি নির্ণয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
3. রোগ নিশ্চিতকরণ: অগ্ন্যাশয়ের রোগ নির্ণয় নিশ্চিত করার জন্য লাইপেজ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তে লাইপেজ মাত্রা বেড়ে গেলে অগ্ন্যাশয়ের প্রদাহ বা ক্ষতি নির্দেশ করে।
4. চিকিৎসার কার্যকারিতা নির্ণয়: অগ্ন্যাশয়ের ব্যাধি যেমন ওষুধ, খাদ্যতালিকাগত পরিবর্তন, বা অস্ত্রোপচারের জন্য চিকিৎসকের কার্যকারিতা নির্ণয় করতে লাইপেজ পরীক্ষা দিয়ে থাকেন।
Lipase test price in bangladesh:
লাইপেজ টেস্ট এর দাম অঞ্চল ভেদে কম বেশি হতে পারে ।
তবে আমরা ধারণা পেতে শহর অঞ্চল এর Lipase টেস্ট দাম দিচ্ছি সাথে সরকারি টেস্ট এর দাম ও দেয়া থাকবে।
Lipase টেস্ট এর দাম পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এর হেড অফিস অনুযায়ী : Lipase 1400 BDT
এছাড়াও অন্যান্য অঞ্চল বা গ্রামে টেস্ট এর দাম বেশি বা কম হতে পারে। তবে এর থেকে খুব বেশি দামের অসামঞ্জস্য হতে পারে না।
সরকারি হসপিটাল এর ২০২০ সালের তথ্য মতে lipase টেস্ট এর দাম : 400 BDT.
টেস্ট প্রস্তুতি :
Lipase টেস্ট এর জন্য কোন প্রস্তুতি নাই।তবে ডাক্তার স্পেশাল প্রিপারেশন যদি দিয়ে থাকে তাহলে সেটি অনুসরণ করতে হবে। ( নির্দিষ্ট কোন ঔষধ সেবন না করা )
স্যাম্পল সংগ্রহ :
Lipase টেস্ট টিতে স্যাম্পল হিসাবে serum (সিরাম) লাগে এবং টেস্ট টি রেড টিউব (red tube)এ সংগ্রহ করা হয়।
স্যাম্পল সংগ্রহ করবার পরে অবশ্যই নিয়ম অনুযায়ী ৩০ মিনিট ক্লটিং হবার জন্যে স্যাম্পল টি রেখে দিতে হয় । তারপরে সেনট্রিফিউজ করে সিরাম আলাদা করা হয়।
রিপোর্ট ডেলিভারি সময়:
এই টেস্ট টি biochemistry অ্যানালাইজার এ হবার কারণে খুব কম সময় লেগে থাকে। টেস্ট টি
vitros 5600, Cobas c 501, এবং dimension Rxl max তে করা হয়ে থাকে ।
- Lipase টেস্ট এর আর্জেন্ট রিপোর্ট ২-৩ ঘণ্টার মধ্যে দেয়া সম্ভব।
- রেগুলার রিপোর্ট ডেলিভারি সময় ৭-৮ ঘণ্টা বা ১ দিন হতে পারে।
রিপোর্ট ডেলিভারি সময় মূলত নির্ভর করে হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারের কাজের চাপ বা তাদের সময় বিধি অনুযায়ী।
আরও পরুনঃ CRP test কি? CRP test কেন করা হয়? খরচ কত? CRP বেশি হলে কি হয়?
Lipase টেস্ট এর রেফারেন্স ভ্যালু:
মেশিন ভেদে lipase টেস্ট এর নরমাল ভ্যালু পরিবর্তন হতে পারে। তাই রিপোর্ট দেখার সময় অবশ্যই পাশে থাকা ভ্যালু দেখে নিবেন।
প্রাপ্ত বয়স্ক দের lipase এর নরমাল ভ্যালু
0 – 160 units per liter (U/L)।
উপসংহার:
Lipase একটু অতি গুরুত্বপূর্ণ পরীক্ষা।তাই টেস্ট করবার সময় অবশ্যই ভালো হসপিটাল বা ডায়গনস্টিক সেন্টার থেকে করবার চেষ্টা করুন তাতে ভালো ফলাফল পাবেন।
এর আমাদের পোস্ট ভালো লাগলে আমাদের কাজ কে উৎসাহ দিতে অবশ্যই আমাদের পোস্ট টি শেয়ার করুন।
নিয়মিত পোস্ট এর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ oviggobd এ লাইক দিয়ে একটিভ থাকুন ধন্যবাদ।
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।