The Kerala Story-32000 মহিলা ধরমান্তরিত সত্য ঘটনা নাকি ভুল প্রচারণা।

দ্য কেরালা স্টোরি যা নিয়ে এত আলোচনা হচ্ছে তা নিয়ে আমরাও একটু আলোচনা করবো এবং তার সত্য যাচাই করার চেষ্টা করব।

The Kerala Story ৩২০০০ মেয়েকে আইএসআইএস-এ নিয়োগ বিষয়ঃ

ভারতের কেরালা থেকে 32 হাজার মেয়েকে আইএসআইএস-এ নিয়োগ করা হয়েছে আসলেই কি কথাটার ভিত্তি কতটুকু সেই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক।

দ্য কেরালা স্টোরি চলচ্চিত্র পরিচালনায় আছেন সুদীপ্ত সেন যিনি একজন বাঙ্গালী এবং প্রযেজনাতে বিপুল অমৃতলাল শাহ ।

মুভি টির গল্প এটাই যে কেরালার একদল মহিলার যারা ইসলামে ধর্মান্তরিত হয় এবং চরমপন্থী ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) এ যোগ দেয়।

Image Source-Facebook | Image by Adah Sharma S

The Kerala Story মুভি বিতর্কঃ

চলচ্চিত্রটি একটি সত্য গল্পের চিত্র হিসাবে দাবি করে আসছে এবং এই বিষয় নিয়েই সবার মাঝে বিতর্কের সম্মুখীন হয়েছে। এই মুভির ইসলাম এ ধর্মান্তরিত হবার মহিলা দের সংখ্যা নিয়ে একটু বিতর্কের সৃষ্টি হচ্ছে।

The Kerala Story মুভিটি পরিচালনায় আছেন :

সুদীপ্ত সেন

The Kerala Story লিখেছেন:

সূর্যপাল সিং ,সুদীপ্ত সেন, বিপুল অমৃতলাল শাহ।

The Kerala Story ফিল্ম প্রোডিউসার :

বিপুল অমৃতলাল শাহ ।

The Kerala Story অভিনয়ে আছেন :

Image by Adah Sharma S

আদা শর্মা শালিনী উন্নিকৃষ্ণান/ফাতিমা বা চরিত্রে

নিমঃ রূপে যোগিতা বিহানি ,

আসিফা চরিত্রে সোনিয়া বালানি।

আরও পরুন ঃ ২০২৩ বাংলাদেশ বিমান বাহিনীতে ৮৯ বাফা কোর্স নিয়োগে যেসকল যোগ্যতা ও কাগজপত্র দরকার। || বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৩

The Kerala Story সত্য ঘটনা দাবইঃ

ফিল্মটি একটি সত্য ঘটনা অবলম্বনে করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, তবে সেই সংখ্যার কোন এভিডেন্স তারা দিতে পরে নাই। 3 নভেম্বর 2022-এ যেই টিজারে প্রকাশ করেছেন তাতে দেখানো হয়েছে যে আদাহ শর্মাকে ফাতিমা বা – একজন হিন্দু মালয়ালী নার্স – যিনি হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের 32,000 মেয়ের মধ্যে একজন ইসলামে ধর্মান্তরিত হয়ে ISIS-এ যোগ দিয়েছিলেন। তবে যেই সংখ্যা এখানে দেখানো হয়েছে সেই বিষয়টি করো হজম হচ্ছে না ।

ভারতীয় পরিসংখ্যান:

মোট 100 – 200 জনের বেশি ভারতীয় এই সংস্থায় যোগদান করেছে ভারতীয় সরকারের পরিসংখ্যান অনুসারে। 2019 সালের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন একটি প্রতিবেদনে উল্লেখ করেছে যে 2014 এবং 2018 এর মধ্যে প্রায় 60 থেকে 70 জন ব্যক্তি কেরালা থেকে ISIS-এ যোগদান করে।

সুত্রঃ উইকিপিডিয়া

ইন্টারন্যাশনাল পরিসংখ্যান :

2020 সালের সন্ত্রাসবাদ সংক্রান্ত প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দফতর প্রকাশ করে যে ভারত থেকে মোট 66 জন ব্যক্তি যারা ISIS-এর সাথে যুক্ত ছিল।

সুত্রঃ উইকিপিডিয়া

ফিল্মে ঘটনাগুলি কেরালার চারজন মহিলার কথা বলা হয়েছে যারা ইসলামে ধর্মান্তরিত হয়েছিল এবং 2016 এবং 2018 এর মধ্যে ISIS-এ যোগ দিতে স্বামীদের সাথে আফগানিস্তানে গিয়েছিল। 2019 সালে আত্মসমর্পণের পর থেকে আফগানিস্তানে বন্দী রয়েছে।

বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ভারতের কমিউনিস্ট পার্টি ভুল তথ্য প্রচারের জন্য ছবিটির মুক্তিতে আপত্তি জানিয়েছে৷ তারা আরও বলেছেন যে চলচ্চিত্র নির্মাতারা কেরালাকে বদনাম করার জন্য এবং “লাভ জিহাদ” এর ধারণা প্রচার করছে।

“আমরা যা বলি তা প্রমাণ ছাড়া হবে না” এবং তারা দাবি করেছেন ছবিটির জন্য চার বছর গবেষণা চালিয়েছিলেন ।

প্রযোজক বিপুল অমৃতলাল শাহ

ছবিটির মুক্তিতে স্থগিতাদেশ দিতে কেরালা হাইকোর্ট অস্বীকার করে। ফিল্মের অভিযোগগুলি নাকি আইএসআইএস সম্পর্কে ছিল, কোনও নির্দিষ্ট ধর্ম এর জন্যে নয়।

নির্মাতারা টিজারটিতে 32,000 মেয়েকে আইএসআইএস-এ নিয়োগ সংখ্যা টি সংশোধন করতে রাজি হয়েছেন ।

The Kerala Story release date:

দ্য কেরালা স্টোরি রিলিজ করার সময় ৫ মে ২০২৩।

Leave a Comment