আজকে আমরা আলোচনা করবো Urinary VMA test (Vanillylmandelic Acid) সম্পর্কে।
VMA টেস্ট কেন করা হয়।টেস্ট এর জন্য প্রিপারেশন।রিপোর্ট ডেলিভারি ইত্যাদি ।প্রথমে আমরা এই টেস্ট সম্পর্কে জেনে নেই।
Urinary VMA test কি?
Urinary VMA (Vanillylmandelic acid) পরীক্ষা হল একটি ডায়াগনস্টিক পরীক্ষা যা প্রস্রাবে VMA এর মাত্রা নির্ণয় করতে ব্যবহৃত হয়। VMA হল কিছু নির্দিষ্ট ক্যাটেকোলামাইন, যেমন অ্যাড্রেনালিন এবং নোরাড্রেনালিনের একটি ভাঙ্গন পণ্য। এই পরীক্ষাটি প্রাথমিকভাবে ফিওক্রোমোসাইটোমা, একটি বিরল টিউমার যা অত্যধিক ক্যাটেকোলামাইন তৈরি করতে পারে এমন অবস্থা নির্ণয় করতে সাহায্য করে।
আলোচ্য বিষয়বলি
Urinary VMA test কেন করা হয়?
ডাক্তাররা বিভিন্ন কারণে vma পরীক্ষার পরামর্শ দিতে পারেন:
- ফিওক্রোমাসাইটোমা: যদি একজন রোগীর ফিওক্রোমাসাইটোমার উপসর্গ দেখা দেয়, যেমন উচ্চ রক্তচাপ, মাথাব্যথা, ঘাম এবং ধড়ফড়ানি, তাহলে সেটি VMA পরীক্ষা করে নিশ্চিত করা যায়।
- মনিটরিং ট্রিটমেন্ট: যারা ইতিমধ্যেই ফিওক্রোমাসাইটোমা সম্পর্কিত উপসর্গ নিশিত করেছেন, নিয়মিত VMA পরীক্ষা চিকিৎসার কার্যকারিতা এবং রোগের অগ্রগতি নির্ণয় করতে সাহায্য করে।
- অ্যাড্রিনাল গ্রন্থির কার্যকারিতা নির্ণয় : যেহেতু ক্যাটেকোলামাইন অ্যাড্রিনাল গ্রন্থি দ্বারা উৎপাদিত হয়, তাই উচ্চমাত্রার VMA ফলাফল এই গ্রন্থিগুলির কর্মহীনতা বা অস্বাভাবিকতা নির্দেশ করতে সাহায্য করে।
- কার্ডিওভাসকুলার লক্ষণগুলির শনাক্তকরণ: উচ্চ রক্তচাপ মতো উপসর্গগুলি ক্যাটেকোলামাইনের মাত্রার তদন্তে প্রয়োজন হতে পারে, যার ফলে একটি VMA পরীক্ষা করা হয়।
সামগ্রিকভাবে, পরীক্ষাটি ক্যাটেকোলামাইন উৎপাদনের সাথে সম্পর্কিত অবস্থার নির্ণয় এবং পরিচালনা করতে সাহায্য করে, যেমন ফিওক্রোমোসাইটোমা।
Urinary VMA test price:
VMA টেস্ট এর দাম কিছু কম বেশি হতে পারে অঞ্চল ভেদে। তাই আমরা সাধারণ ধারণা পাবার জন্য Urinary VMA এর দাম উল্লেখ্য করতে যাচ্ছি।
পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর হেড অফিস অনুযায়ী Urinary V.M.A (Vanilmandelic Acid) 2500 BDT
অন্যান্য হসপিটাল বা ল্যাব এর এই টেস্ট এর দাম কম বেশি হতে পারে । তবে খুব একটা কম বেশি হবার কথা না।
এই টেস্ট টি খুবই কম হয়ে থাকে তাই ভালো ডায়গনস্টিক সেন্টার থেকে এই টেস্ট করা উচিৎ।
প্রাইস লাস্ট আপডেট ১০/০২/২০২৪।
টেস্ট প্রিপারেশন:
VMA টেস্ট এর জন্যে কিছু স্পেশাল প্রিপারেশন আছে সেটি নিম্নে দেয়া হল।
ভি. এম. এ. পরীক্ষার নির্দেশনাবলীঃ
নমুনা সংগ্রহের তিনদিন আগে থেকে রোগীকে নিম্ন লিখিত খাদ্যসমূহ বর্জন
করতে হবে।
যেমনঃ চা, কফি, ডিম, কলা, টক জাতীয় ফলের রস, গোস্ত (গরু,
ছাগল, ভেরা, মহিষ), চিংড়ি, দুগ্ধ জাতীয় খাবার, হালকা পানীয়, ভারি পানীয়, ফাস্ট
ফুড এবং উচ্চ রক্তচাপের ঔষধ (জীবন রক্ষাকারী ঔষধ খাওয়া যাবে)।
প্রস্তুতি:
ঠিক ২৪ ঘণ্টার প্রসাব সরবরাহকৃত পাত্রে সংরক্ষণ করে যত তাড়াতাড়ি সম্ভব
ল্যাবরেটরিতে পৌঁছাতে হবে।
নমুনা সংগ্রহের পদ্ধতিঃ
ল্যাবরেটরী আপনাকে ২.৫ অথবা ২.৮ লিটারের
অ্যাম্বার রঙ এর যে পাত্র সরবরাহ করা হবে তাতে ৬ নরমাল হাইড্রোক্লোরিক
এসিড দেয়া থাকবে। এই পাত্রে নমুনা সংগ্রহ করতে হবে। প্রথম দিন (অর্থাৎ খাবার
বাদ দেয়ার চতুর্থ দিন) সকালের প্রসাব ফেলে দিতে হবে। তার পর থেকে সারাদিন
ও রাতের প্রসাব সংগ্রহ করতে হবে। পরদিন (পঞ্চম দিন) সকাল বেলার প্রথম
প্রসাব সংগ্রহ করে, প্রসাব সংগ্রহ বন্ধ করতে হবে। যথাসম্ভব নিরাপদ ও শীতল
জায়গায় পাত্রটি রাখতে হবে।
রিপোর্ট দেয়ার সময়ঃ
রিপোর্ট ডেলিভারি সময় ডায়াগনস্টিক সেন্টার ভেদে সময় এর পরিবর্তন হয়ে থাকে।
আমরা পপুলার হেড অফিস এর একটি ডেলিভারি সময় ধরনা পাবার জন্যে দিলাম।
- সকাল ০৯.০০ টার মধ্যে নমুনা জমা দিলে রিপোর্ট ঐ দিন বিকাল
০৫.০০ টায় দেয়া হবে। - সকাল ০৯.০০ টার পরে নমুনা জমা দিলে রিপোর্ট পরের দিন বিকাল
০৫.০০ টায় দেয়া হবে। - শুক্রবার ভি. এম. এ. টেস্ট হয় না।
Urinary VMA normal Value:
ল্যাব ভেদে নরমাল বা রেফারেন্স ভ্যালু কম বেশি হতে পারে। তবে আমরা ধারণা পাবার জন্যে একটি রিপোর্ট নিয়ে আলোচনা করছি।
এখানে <১৩.৬০ এর নিচে হলে নরমাল।
রিপোর্টিং ইউনিট: mg/24 hrs.
যেকোন রিপোর্ট দেখার আগে অবশ্যই নরমাল ভ্যালু এবং রিপোর্টিং ইউনিট দেখে নিবেন।
উপসংহার:
এই টেস্ট টি সময় সাপেক্ষ এবং সেনসিটিভ তাই অবশ্যই প্রসাব ধরবার সময় খেয়াল রাখতে হবে। কারণ রিপোর্ট এ ২৪ ঘণ্টার প্রসাব এর পরিমাণ উল্লেখ্য থাকে। আজকের পোস্ট এই পর্যন্তই। কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করতে পারেন বন্ধু দের সাথেও। এছাড়াও টেস্ট সম্পর্কিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ OVIGGOBD তে লাইক দিয়ে একটিভ থাকুন ধন্যবাদ।
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।