pbf test কেন ডাক্তার এডভাইস করে ? Pbf test কি, খরচ কত হয় এই টেস্ট করতে ? স্যাম্পল কালেকশন বা কোন কোন বিষয় জানতে হবে এই টেস্ট সম্পর্কে সেই বিষয় নিয়ে আলোচনা করব।
এখন আমরা প্রথমে জেনে নিব pbf টেস্ট কি ?
pbf test কি?
peripheral blood film ( পেরিফেরাল ব্লাড ফিল্ম) বা PBF, যা পেরিফেরাল ব্লাড স্মিয়ার (peripheral blood smear) বা পেরিফেরাল ব্লাড এক্সাম (peripheral blood examination) নামেও পরিচিত। এটি একটি ল্যাবরেটরি পরীক্ষা যা একজন ব্যক্তির রক্তের কোষীয় উপাদান নির্ণয় করতে ব্যবহৃত হয়। এটি স্লাইডে রক্তের একটি পাতলা স্তর তৈরি করে এবং বিভিন্ন ধরণের রক্তকণিকা চিহ্নিত করতে বিশেষ রঞ্জক দিয়ে staining করা হয় যা মাইক্রোস্কোপের নিচে দেখা হয়।
আলোচ্য বিষয়বলি
pbf test কেন করা হয়?
ডাক্তাররা বিভিন্ন কারণে পেরিফেরাল ব্লাড ফিল্ম (PBF) test এর পরামর্শ দিতে পারেন:
- ডায়াগনস্টিক টুল: PBF test একজন ব্যক্তির রক্তের কোষ সম্পর্কে মূল্যবান ডায়গনিস্টিক তথ্য প্রদান করে। লোহিত রক্তকণিকা (red blood cells), শ্বেত রক্তকণিকা (white blood cells)এবং প্লেটলেটগুলির(platelets) আকার, আকৃতি নির্ণয় করে, ডাক্তাররা অস্বাভাবিকতা সনাক্ত করতে পারেন যা নির্দিষ্ট রোগ নির্ণয় করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, এটি রক্তস্বল্পতা, সংক্রমণ, রক্তের ব্যাধি এবং লিউকেমিয়া নির্ণয় করতে সাহায্য করে।
- রোগের অগ্রগতি পর্যবেক্ষণ করা: রক্তের ব্যাধিযুক্ত ব্যক্তিদের মধ্যে, নিয়মিত PBF পরীক্ষাগুলি রোগের অগ্রগতি যাচাই করতে সাহায্য করতে পারে। সময়ের সাথে সাথে রক্তের কোষের গণনা বা পরিবর্তনগুলি চিকিৎসার কার্যকারিতা বা রোগের উন্নতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে।
- চিকিত্সা প্রতিক্রিয়া মূল্যায়ন: কিভাবে একজন রোগী একটি নির্দিষ্ট চিকিৎসার প্রতি কিরূপ প্রতিক্রিয়া দিচ্ছে সেটি নির্ণয় করতে PBF test ব্যবহার করা যেতে পারে । উদাহরণস্বরূপ, রক্তস্বল্পতার ক্ষেত্রে, চিকিৎসাটি লাল রক্তকণিকার সংখ্যা উন্নতি করছে কিনা সেটি PBF টেস্ট নির্ধারণ করতে সাহায্য করতে পারে ।
- স্ক্রীনিং: কিছু ক্ষেত্রে, রক্ত বিশ্লেষণের অংশ হিসাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় PBF টেস্ট অন্তর্ভুক্ত করা যেতে পারে। এই স্ক্রীনিং প্রক্রিয়া সম্ভাব্য রক্ত-সম্পর্কিত অস্বাভাবিকতা সনাক্ত করতে সাহায্য করে, এমনকি নির্দিষ্ট লক্ষণের অনুপস্থিতিতেও।
pbf test price in Bangladesh:
pbf test এর দাম ল্যাব বা হাসপাতাল ভেদে দাম কম বেশি হয়ে থাকে। তবে এই টেস্ট সম্পর্কে দাম এর ধারণা পাবার জন্য আমরা শহর অঞ্চল এর দাম দিব । কারণ সব জায়গার দাম দেয়া সম্ভব না।
তবে দাম হালকা কম বেশি হয়ে থাকে ল্যাব ভেদে কিন্তু খুব বেশি তফাৎ হবে না।
pbf test price in popular diagnostic center:
পপুলার ডায়াগনস্টিক সেন্টারে Film/Cell Morphology বা pbf test এর দাম ৩০০ টাকা ২০২৩ এর দাম অনুযায়ী।
(হেড অফিস এর মূল্য এটা)
সরকারি হসপিটাল এর pbf test এর দাম ২০২০ অনুযায়ী ১৫০ টাকা।
আরও পড়ুনঃ cbc test কি?cbc test এর দাম কত? cbc test কেন করা হয়? cbc test এর সকল কিছু একই পোস্টে।
pbf test এর প্রস্তুতি:
এই টেস্ট এর কোন স্পেশাল প্রিপারেশন নেই । ডাক্তার কোন নির্দেশনা দিলে সেটি অনুসরণ করতে হতে পারে।
pbf test এর পরামর্শ:
Pbf test এর রিপোর্ট কনসালট্যান্ট ভেদে রিপোর্ট এর মান ভালো হয়ে থাকে। এই টেস্ট গুলি অবশ্যই Hematologist ডাক্তার দিয়ে করতে পারলে রিপোর্ট এর মান খুবই ভালো হয়।
অনেক সময় গ্রামে Hematologist ডাক্তার পাওয়া যায় না,সেই ক্ষেত্রে বিকল্প অবলম্বন করতে হয়।
তবে শহরে এই টেস্ট করলে ভালো ডাক্তার দিয়ে করতে পারলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায়। যা রোগীর চিকিৎসা ব্যাবস্থা তে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে।
pbf test স্যাম্পল কালেকশন :
pbf test করতে whole blood লাগে। ব্লাড সংগ্রহ করবার জন্যে lavender tube (ল্যাভেন্ডার টিউব) লাগে।
রক্ত সংগ্রহ করবার পরে এই টিউব থেকে ব্লাড নিয়ে স্লাইড তৈরি করে হয়। সেটি staining করে মাইক্রোস্কোপের নিচে দেখা হয়।
pbf test রিপোর্ট ডেলিভারি সময়:
Pbf টেস্ট এর ডেলিভারি সময় মূলত ডায়াগনস্টিক সেন্টার ভেদে বিভিন্ন হয়ে থাকে। কারণ একজন Hematologist ডাক্তার এই রিপোর্ট করেন যার কারণে ডাক্তার এর সময় অনুযায়ী রিপোর্ট ডেলিভারি সময় হয়ে থাকে।
গ্রামে অনেক সময় ডাক্তার না থাকায় সেই টেস্ট শহর থেকে করে নিতে হয়।
তবে স্লাইড staining এর কাজ গুলি মেডিক্যাল টেকনোলজিস্ট দ্বারা করা হয়।
রিপোর্টিং শুধু ডাক্তার করে থাকেন। তাই যেই সময় এ ডাক্তার স্লাইড দেখেন সেই সময় অনুযায়ী ডেলিভারি সময় হয়ে থাকে।
এখানে তাই আমরা নির্দিষ্ট সময় উল্লেখ্য করছি না।
আরও পড়ুনঃ esr test কি ও কেনো করা হয়? রক্তে esr বাড়লে কি হয়? esr কমানোর উপায় কি?
উপসংহার:
Pbf test একটি অতীব গরুত্বপূর্ণ পরীক্ষা। একজন ভালো ডাক্তার দ্বারা রিপোর্ট করলে অবশ্যই খুব ভালো চিকিৎসা পাবেন।
তাই এই বিষয় গুলি খেয়াল রাখতে হবে pbf test করবার সময়।
আজকের পোস্ট এই পর্যন্তই।আমাদের পোস্ট আপনার উপকার এ আসলে অবশ্যই সামাজিক যোগযোগমাধ্যমে এ share করে দিবেন তাতে করে অন্যদের উপকার হবে।
আর নতুন নতুন টেস্ট সম্পর্কিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ oviggobd তে লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ।
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।
Cbc&pbf test এর বিল কি আলাদা -আলাদা হয়ে থাকে। আবার report তো এক copy তেই দেয়। আমি এই test করানোর পর cbc-400tk & pbf-450tk নিয়েছে। ঠিক হলো কি? ধন্যবাদ।
আলাদা এন্ট্রি করলে অবশ্যই রিপোর্ট দুইটি হবার কথা সিবিসি এর রিপোর্ট এবং সাথে pbf এর কমেন্ট থাকার কথা। কিন্তু পেজ একটাই দিয়ে থাকে।
ভাই আপনার সাইটে সমস্যা আছে। ভিপিএন ছাড়া ঢোকা যায় না। তবে পোস্টি অনেক হেলফুল।
ভাই ভালো কাজের অনেক শত্রু থাকে,আমার ওয়েবসইট ডাউন করেছে । তাই ঢুকতে সমস্যা হচ্ছে।
Amr ekta porikkhar nam cbc,pbf diche ekhn duitar cost ki eki nibe?naki alada alada dite hobe?
২ টা আলাদা হবার কথা ধন্যবাদ।