ogtt test কেন করা হয়? ogtt test করার উপযুক্ত সময় কোনটি? রিপোর্ট ডেলিভারি সময় ও খরচ কত?

আজকে আমরা ogtt test নিয়ে আলোচনা করবো। ogtt test করতে যে সকল বিষয় জানা দরকার । এই টেস্ট করার নিয়ম কানুন। কি কি বিষয় মেনে চললে ভালো ফলাফল আসবে । তো দেরি না করে পোস্ট এর মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক।

ogtt test কি ?

ogtt বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট ( Oral Glucose Tolerance Test) হল একটি ল্যাব টেস্ট যা আপনার শরীর গ্লুকোজ কে কতটা ভালোভাবে প্রসেস বা প্রক্রিয়া করে তা নির্ণয় করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত গর্ভবতী মহিলাদের গর্ভকালীন ডায়াবেটিস নির্ণয় করতে বা অন্যান্য ব্যক্তিদের ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস নির্ণয় করতে করা হয়।

ogtt test কেন করা হয় ?

ডাক্তাররা বিভিন্ন কারণে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট (OGTT) করার পরামর্শ দিতে পারেন:

ogtt test sample tube
ogtt test sample tube
  1. গর্ভকালীন ডায়াবেটিস স্ক্রীনিং: ogtt test করার সাধারণ কারণ হল গর্ভবতী মহিলাদের গর্ভকালীন ডায়াবেটিস পরীক্ষা করা। এই ডায়াবেটিস গর্ভকালীন অবস্থা তে রক্তে শর্করার উচ্চ মাত্রাকে বোঝায়। গর্ভকালীন সময় মা এবং শিশু উভয়ের জন্যই ঝুঁকি তৈরি করতে পারে তাই এই ডায়াবেটিস নির্ণয় গুরুত্বপূর্ণ ।
  2. ডায়াবেটিস নির্ণয়: ওজিটিটি অন্যান্য ব্যক্তিদের ডায়াবেটিস বা প্রিডায়াবেটিস নির্ণয়ের জন্যও করা হয়। ফাস্টিং গ্লুকোজ বা HbA1c-এর অন্যান্য পরীক্ষার তুলনায় এটি খালি পেটে আপনার শরীর গ্লুকোজ কীভাবে কাজ করে তার ভালো তথ্য প্রদান করে। ogtt গ্লুকোজ বিপাকের অস্বাভাবিকতা নির্ণয় করতে পারে এবং আপনার শরীরে ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস আছে কিনা তা নির্ধারণ করতে সাহায্য করে।
  3. গ্লুকোজ নিয়ন্ত্রণ : আপনার শরীরে যদি গ্লুকোজ লেভেল বেড়ে যাবার মত লক্ষণ বা উপশম গুলি ধরা পড়ে তাহলে এই টেস্ট টি সেটিকে নিয়ন্ত্রণ করার জন্যে করা যেতে পারে। আপনার রক্ত গ্লুকজের মাত্রা কতটা ভালভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম তা জানার জন্য ডাক্তার ogtt test করতে দিতে পারে।
  4. চিকিৎসার কার্যকারিতা : ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীদের জন্য ogtt test ব্যবহার করা যেতে পারে। এটি সময়ের সাথে রক্তে শর্করার নিয়ন্ত্রণের হার বিপদ সীমার উপরে যাচ্ছে কিনা তার সম্ভাব্য ফলাফল দিতে পারে এবং সেই অনুযায়ী ওষুধের ডোজ বা খাদ্যতালিকাগত সামঞ্জস্য করতে সাহায্য করতে পারে।

ogtt test price in bangladesh || ogtt test এর দাম কত?

ogtt test এর দাম এলাকা বা অঞ্চল ভেদে সামান্য কম বেশি হয়ে থাকে । তবে খুব বেশি পার্থক্য হবার কথা না ।তাই দাম সম্পর্কে একটি সঠিক ধারণা পাবার জন্য আমরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট প্রাইস দিচ্ছি।

আরও পড়ুনঃ rbs test কি এবং কেন করা হয়? rbs টেস্ট নরমাল কত ? rbs বেড়ে গেলে কি হয়?rbs test খরচ কত?

 

পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ogtt test এর 2023 এর আপডেট দাম –

  • Glucose Tolerance Test 2.5 hrs 230 taka
  • Glucose Tolerance Test 630 taka
  • Glucose Tolerance Test 3 hrs 230 taka

সরকার হাসপাতাল এর ogtt টেস্ট এর দাম 200 টাকা ২০২০ সালের দাম অনুযায়ী।

ogtt test এর প্রস্তুতি:

ogtt test করার পূর্বে অবশ্যই একজন ডাক্তার এর পরামর্শ অনুযয়ী সব কিছু মেনে চলা উচিৎ কারণ সব কিছু সঠিক ভাবে মেনে চললে ফলফাল ভালো আসবে।

  • খালি পেটে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায়। তাই অবশ্যই কমপক্ষে ৮-১২ ঘণ্টা খালি পেটে থাকার পরে টেস্ট করা উচিৎ।এই সময় কোন খাবার খাওয়া ঠিক হবে না কারণ খাবার খেলে গ্লুকোজ এর মাত্রা পরিবর্তন হয়ে থাকে।
  • অনেক সময় অনন্যা রোগের চিকিৎসা চলাকালীন সময় এ খালি পেটে ওষুধ খেতে হয় । তাই এই টেস্ট করার সময় এ সেই ওষুধগুলো সেবন করা যাবে কিনা সেই বিষয়ে ডাক্তার এর পরামর্শ নেয়া উচিত। কারণ বিভিন্ন ওষুধ টেস্ট এর মান পরিবর্তন করতে পারে।
  • অনেক খাদ্যতে সুগার অথবা উচ্চ কার্বোহাইড্রেট থাকে তাই সেইসকল খাদ্য টেস্ট করার আগের দিন খাবার থেকে বাদ দেয়া।
  • এই টেস্ট করার সময় কাজ কর্ম বা ব্যায়াম করা উচিৎ নয় । কারণ আপনি কাজ বা বেশি চলাফেরা করলে শরীরে গ্লুকোজ এর মান কমতে থাকবে । তাই এই সকল বিষয় কে মেনে চলতে হবে।

 

Glucose Tolerance Test স্যাম্পল কালেকশন:

এই টেস্ট টি করতে গ্রে-টপ টিউব (Gray-top tube) লাগে (সোডিয়াম ফ্লোরাইড/পটাসিয়াম অক্সালেট দেয়া থাকে) । টেস্ট টি করতে প্লাজমা অথবা সিরাম দিয়ে করা যায় ।

তবে রেড টিউব এ নিলে অবশ্যই খুবই কম সময় এর মধ্যে টেস্ট টি করতে হবে । সেটি না হলে ফলাফল ভালো আসবে না। এর সাথে urine স্যাম্পল ও নেয়া হয়।

আরও পড়ুনঃ hba1c test কি? hba1c test কেন করা হয়? hba1c test নরমাল কত? hba1c test price in bangladesh.

ogtt test কিভাবে করা হয়:

এই টেস্ট টি করতে ৩ টি স্যাম্পল কালেকশন করা হয়ে থাকে ।

ogtt test report
ogtt test report

 

  • প্রথম টি করতে খালি পেট থাকতে হয়।
    ব্লাড নেয়ার সাথে সাথে ,urine স্যাম্পল ও দিতে হয়।
    এটি হচ্ছে ogtt 1st বা ogtt fasting sample ও বলে.
  • তার পরে গ্লুকোজ খাওয়ানো হয় । গ্লকোজ খাবার পরে ঘড়ি ধরে ১ ঘণ্টা পরে ogtt 2nd বা ogtt 1 hours স্যাম্পল নেয়া হয়,সাথে urine স্যাম্পল ও থাকে।
  • আবার ১ ঘণ্টা পরে ogtt 3rd বা ogtt 2 hours sample নেয়া হয়। সাথে urine স্যাম্পল ও নেয়া হয়।

এভাবে ৩ টি স্যাম্পল সম্পন্ন করা হয় এবং ল্যাব এ প্রত্যেকটির আলাদা ফলাফল দেয়া হয়।

ogtt test এর সতর্কতা:

ogtt টেস্ট করবার সময় যদি গ্লুকোজ খেতে বা ভুল করে রক্ত দিতে দেরি হয়ে যায় এবং গ্লুকোজ খাবার পরে যদি বমি হয় তাহলে অবশ্যই ডাক্তার কে সেই বিষয়গুলি জানানো উচিৎ। এই টেস্ট এর সকল ধাপ সঠিকভাবে সম্পন্ন না হলে, রেজাল্ট ভালো হবে না।

তাই এই সকল সমস্যা তে টেস্ট অন্য দিন নতুন করে করা যেতে পারে।

ogtt test রিপোর্ট ডেলিভারি সময়:

এই পরীক্ষা টি ৩ টি স্যাম্পল সম্পন্ন করতেই ২ ঘণ্টা ৩০ মিনিট বা ৩ ঘণ্টা সময় লেগে যায় তাই রিপোর্ট ডেলিভারি সময় ও বেশি লাগে ।

এই টেস্টটি অটো মেশিন গুলিতে খুবই অল্প সময় এর মধ্যে হয়ে থাকে ।  Backman coulter, vitros, dimension,cobas মেশিন গুলিতে ৮-১০ মিনিট সময় লেগে থাকে। এর সাথে urine এর রিপোর্ট একত্রিত করে দেয়া হয়। ইউরিন টেস্ট টি বেনেডিক দিয়ে করা হয় । আবার অনেক ল্যাব এ স্ট্রিপ দিয়েও করে থাকে।

  • তাই নরমাল রিপোর্ট ডেলিভারি সময় ৬-৮ঘণ্টা
  • সর্বোচ্চ রিপোর্ট ডেলিভারি সময় ১ দিন

 

উপসংহার

আজকের পোস্ট টি এই পর্যন্তই। আমদের পোস্ট টি যদি ভালো লেগে থেকে তাহলে অবশ্যই সেয়ার করতে ভুলবেন না।
আর নতুন পোস্ট এর আপডেট পেতে অবশ্যই আমদের পেজ oviggobd তে ফলো করতে পারেন । ধন্যবাদ সবাইকে।

Author Oviggobd

From OviggoBD

Hello, I'm Neil, admin of OviggoBD.

I am a B.Sc Medical Technologist by profession. I have been working at the diagnostic center since 2014. I am constantly learning something and trying to convey it to everyone online

পরামর্শ নিতে চাইলে ক্লিক করুন

২ thoughts on “ogtt test কেন করা হয়? ogtt test করার উপযুক্ত সময় কোনটি? রিপোর্ট ডেলিভারি সময় ও খরচ কত?”

  1. OGTT Test ল্যাবরেটরিতে করার সঠিক পদ্ধতি জানতে চাই
    ——————————–
    পবিত্র কুমার দে সরকার
    ম্যানেজার
    (আল্ট্রাকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার)

    Reply
    • ধন্যবাদ মন্তব্য করবার জন্য।
      প্রথমে খালি পেটে ব্লাড দিতে হবে। তার পরে গ্লুকোজ খাবার ১ ঘণ্টা পরে ও ২ ঘণ্টা পরে আবার রক্ত দিতে হবে। সব মিলিয়ে ৩ টি স্যাম্পল হবে। ৩ টির আলাদা ফলাফল থাকবে এবং সাথে urine স্যাম্পল থাকবে।

      Reply

Leave a Comment